জুলাই বিপ্লবে শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। পটুয়াখালীর বাউফল উপজেলার যৌতা গ্রামে হৃদয়ের বাড়িতে গতকাল খাদ্য সহায়তা নিয়ে যান শুভসংঘ সদস্যরা। তারা হৃদয়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। এরপর শুভসংঘের বন্ধুরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শেষে হৃদয়ের বাবা আনসার হাওলাদারের হাতে চাল, ডাল, পিঁয়াজ, রসুন, আলু, তেল, লবণ, কাপড় ধোয়া সাবান, গায়ে দেওয়া সাবান, আটা, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের উপদেষ্টা ও বাউফল ইঞ্জিনিয়র ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওহিদুজ্জামান সুপন, উপদেষ্টা ও বাউফল প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি কামরুজ্জামান ফিরোজ, উপদেষ্টা ও বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম, শুভসংঘের বাইফল উপজেলা সভাপতি মারনুচ তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ আরিফ, সদস্য আবু জাফর, হুমায়ুন কবির রুবেল, ইফাত হোসেন জিসান, জাহিদুল ইসলাম, রিফাত গাজী প্রমুখ। জানা যায়, জুলাই বিপ্লবে শুরু থেকে অংশ নেন আশিকুর রহমান হৃদয়। ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। প্রথম দিকে ভয়ে আত্মগোপনে থেকে চিকিৎসা নেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করলেও একটি বের করতে পারেনি। এরপর থেকে প্রায়ই জ্বর আসত এবং মাথা ব্যথা করত। ২ এপ্রিল হৃদয় হঠাৎ অসুস্থ হন। মাথাব্যথা ও প্রচ জ্বর আসে। ৪ এপ্রিল বিকালে তিনি মারা যান। তিন ভাই ও এক বোনের মধ্যে হৃদয় ছিলেন সবার ছোট।