নারায়ণগঞ্জের রূপগঞ্জে সা অং প্রু মারমা নামে এক ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেপ্তার সা অং প্রু রাঙ্গামাটির কাউখালী উপজেলার বাসিন্দা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পূর্বাচল উপশহরের তল্লাশি চৌকি থেকে সা অং প্রু মারমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিচ্ছিলেন।