কুড়িগ্রামের চিলমারীতে ভারতে আটক ৭ বাংলাদেশি জেলের মুক্তির দাবিতে উপজেলা পরিষদ গেট সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে মাববন্ধনে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আটককৃত জেলেদের স্ত্রী, সন্তান, মা-বাবা ও আত্মীয় স্বজনরাও অংশ নেন।এসময় তারা জানান জেলেরা ভারতে বন্দি থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
উল্লেখ্য, ভারতীয় মৎস্য শিকারির প্ররোচনায় মৎস্য শিকারের জন্য ভারতে যাওয়ার সময় গত বছর ৪ নভেম্বর বিএসএফ এর হাতে আটক হন ৭ বাংলাদেশি জেলে। আটক জেলেদের ৫ জন চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা। অপর দু’জন রৌমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন আটককৃতদের মা, স্ত্রী, সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব মাহফুজার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মিঠ সরকার, বিএনপি নেতা আবু ওবায়দুল হক খাজা এবং চিলমারী ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তাগণ আটককৃতদের মুক্তির জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।