শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগি বাজার, সাইটালিয়া ও উত্তর পেলাইদ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি স্থাপনায় উচ্ছেদ করেছে ঢাকা বন বিভাগ। গতকাল এ অভিযান চলে। অভিযানে প্রায় ২০ কোটি টাকা মূল্যের চার একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এতে সহযোগিতা করেছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগের বিভিন্ন ইউনিট।
বন বিভাগ সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর অভিযানে তিনটি স্পটে প্রায় ২০ কোটি টাকা মূল্যের চার একর জমি দখলমুক্ত করা হয়েছে। এর আগে বনভূমি উদ্ধারের স্বার্থে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল।