ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের আবদুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)। তাজরিন বহরমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, বাড়ির পাশের পুকুরে কয়েকজন মিলে গোসল করতে যায়। এ সময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে যায়।
এদিকে কিশোরগঞ্জের ইটনায় নদীতে ডুবে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃতু্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকার ধনু নদীতে ঘটনাটি ঘটে। অদিতী ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের অবিকল দাসের মেয়ে। এলাকাবাসী জানায়, দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। কিছুক্ষণ পরে শিশুটি আবারও গিয়ে একা গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে যায় সে।