অবৈধভাবে লাইন নেওয়ায় গ্যাস সংকট দেখা দিয়েছে সোনারগাঁয়ের তিন গ্রামের কয়েক হাজার পরিবারে। ব্যাহত হচ্ছে রান্নাসহ দৈনন্দিন কাজ। প্রতিবাদে বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ কারখানার বিরুদ্ধে গতকাল বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। এ সময় পাঁচটি অবৈধ লোহা গলানোর ও চুনের কারখান ভেঙে গুঁড়িয়ে দেন তারা।
এ বিষয়ে জানতে তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহাকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি ফোন কেটে দেন। পরে ক্ষুদেবার্তা পাঠালেও উত্তর দেননি। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, শুক্রবারও লোকজন অবৈধ গ্যাস সংযোগের প্রতিবাদে আন্দোলন করেছে। গতকালের বিক্ষোভ ও ভাঙচুরের বিষয়টি তার জানা নেই। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, বৈধ লাইনের গ্রাহকরা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না।
আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এর মধ্যে গত ৫ আগস্টের পর প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে আরও পাঁচটি লোহা গলানোর ও চুনা ফ্যাক্টরি গড়ে উঠেছে। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও তারা ব্যবস্থা নেয়নি আমরা সব অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানাচ্ছি।