গাজীপুরের কাপাসিয়ায় প্রতিপক্ষের মারধরে রুবেল (৩২) নামে যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল বিকালে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের মা। পরে জিহাদ হোসেন মুন্না ওরফে মান্নান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রুবেল কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের বারাব গুচ্ছগ্রামে তার বসতবাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ১৫-১৬ জন সন্ত্রাসী তার ঘরে ঢুকে এলোপাতাড়ি পিটাতে থাকে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা রুবেলের স্ত্রী রোকসানা, মা ফাতেমা ও ছেলে নয়নকেও মারধর করে। পরে রুবেলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ওসি আবদুল বারিক জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।