প্রবাসী প্রজন্মকে ধর্মীয় আবহে উজ্জীবিত রাখার লক্ষ্যে নিউইয়র্ক স্টেটের আলবেনীতে আগামী ২৮ ও ২৯ জুন দুদিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হবে।
'নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স' (NAMA) আয়োজিত এ কনভেনশনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আড়াই হাজারের বেশি মুসলিমের অংশগ্রহণের কথা রয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি জানান, যুব সমাজকে ধর্মীয় সংস্কৃতিতে জড়িয়ে রাখতে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হবে।
কনভেনশনে অংশ নেবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম জাঈদ শাকির, শেখ নূর মোহাম্মদ কাব্বানী, ইমাম গোলাম রসুল, শেখ আলী অ্যাল সাঈদ ও ড. মোহাম্মদ বিন আহিয়া আল-নিনোঈ।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল