বাংলাদেশের টেস্ট ওপেনাররা সময়টা একেবারেই ভালো কাটাচ্ছেন না। সর্বশেষ ১২ ইনিংসে কোনো হাফসেঞ্চুরি নেই তাদের কারও। এমন অবস্থায় একজন ফর্মে থাকা ওপেনার এনামুল হক বিজয়কে পাওয়া কোচের জন্য স্বস্তির হলেও, তাকে দলে নেওয়ার পদ্ধতি নিয়ে সন্তুষ্ট নন কোচ ফিল সিমন্স।
ডিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন বিজয়। তবে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বিজয়ের দলে জায়গা পাওয়া আদর্শ পরিস্থিতির মধ্যে হয়নি। এটা সত্যি, সে ভালো ছন্দে আছে, তবে আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো এমনভাবে সাজানো যে, চার দিনের ক্রিকেট হয় বছরের একদম শেষে। এখন চলছে ডিপিএল, যেটি একদিনের ফরম্যাটের।’
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু করার ছিল না। আমরা জানি, উদ্বোধনী জুটিতে অনেকদিন ধরেই সমস্যা চলছে।’
সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় নিয়মিত ব্যর্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের একাদশে বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি তিনি খেলেন, তবে ২০২২ সালের জুনের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চলতি ডিপিএলে দারুণ ফর্মে আছেন বিজয়। ১৪ ম্যাচে করেছেন ৮৭৪ রান, সেঞ্চুরি ৪টি, এবং এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। শুধু লিস্ট ‘এ’ নয়, সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগেও ছিলেন অসাধারণ ছন্দে — ৭ ম্যাচে ৬৭.৭০ গড়ে করেছেন ৭০০ রান।
বিডি প্রতিদিন/মুসা