উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে উদ্বোধন করল নতুন একটি ৫,০০০ টনের বহুমুখী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেই এই জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ।
শুক্রবার দেশটির নামফো নৌ ডকইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে জাহাজটি উন্মোচন করা হয়। এটি ‘ছো হিওন শ্রেণির’ জাহাজ হিসেবে পরিচিত, নাম রাখা হয়েছে জাপানবিরোধী বিপ্লবী নেতা ছো হিওনের নামে।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, সম্পূর্ণ দেশীয় বল ও প্রযুক্তিতে মাত্র ৪০০ দিনে তৈরি হয়েছে জাহাজটি। এটি অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং শিগগিরই উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে। ২০২৫ সালের শুরুতেই জাহাজটি অপারেশনাল হবে বলে জানিয়েছেন কিম।
উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে ছিলেন তার কন্যা জু এ এবং বোন কিম ইয়ো জং। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি-এর ফুটেজে তাদের ট্রেনযোগে নামফোতে আগমন দেখা গেছে।
রয়টার্স এর বিশ্লেষণ অনুযায়ী, এই নতুন যুদ্ধজাহাজে রয়েছে কয়েক ডজন খাড়া লঞ্চ সেল, যেগুলো থেকে সামরিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্ভব।
কিম জং উন বলেছেন, 'শত্রুর আগ্রাসনের আগেই পাল্টা আক্রমণ চালানোই হচ্ছে সবচেয়ে কার্যকর যুদ্ধ প্রতিরোধ। দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত সংকটাপন্ন।'
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে কোরীয় উপদ্বীপে কৌশলগত সামরিক সম্পদ মোতায়েন করে যাচ্ছে, যা উত্তেজনা বাড়াচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা