উত্তরের জেলা ঠাকুরগাঁও। এখানে রয়েছে বেশ কিছু প্রচীন ঐতিহ্য। এর মধ্যে অন্যতম দুটি মসজিদ- ঐতিহ্যবাহী জামালপুর মসজিদ ও বালিয়া ইউনিয়নের ঐতিহাসিক বালিয়া মসজিদ। মসজিদ দুটির নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করছে দর্শনার্থীদের। ফলে দূরদূরান্ত থেকে আজও অনেকেই ছুটে আসেন মসজিদ দুটি দেখতে। কালের সাক্ষী হয়ে মসজিদ দুটি দাঁড়িয়ে আছে নিজ মহিমায়।
ঠাকুরগাঁও শহর থেকে ১৫ কিলোমিটার দূরে জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ। মসজিদের প্রবেশমুখে রয়েছে দৃষ্টিনন্দন তোরণ। রয়েছে বড় আকৃতির তিনটি গম্বুজ। গম্বুজের শীর্ষদেশ কাচ পাথরে কাজ করা। মসজিদের ছাদে ২৮টি মিনার রয়েছে।
অপরদিকে ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে ১৭ কিলোমিটার দূরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ছোট বালিয়া মসজিদ। বর্তমানে মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ ও ছোট-বড় ১৬টি মিনার। ভিত্তিসহ পুরো মসজিদটিই চুন-সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত।
ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, আমলকি, পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, দর্শনার্থীদের কাছে মসজিদগুলো আরও আকর্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।