বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের ৩৫ পরিচালক পদে নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে মোট ৯৩ জন প্রার্থী প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। তবে ভোট কেন্দ্র এখনও নির্ধারিত হয়নি।
নির্বাচনে ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বিজিএমইএ কর্তৃপক্ষ তাদের নিজস্ব ভবনের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে ১১ জুন ভোটের মাধ্যমে একজন সভাপতি এবং সাত জন সহ-সভাপতি নির্বাচন করবেন।
এ নির্বাচনের দৃশ্যপটে ‘সম্মিলিত পরিষদ’ এবং ‘ফোরাম’ প্যানেল দুটি প্রতিদ্বন্দ্বিতা করছে। ফোরামের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সম্মিলিত প্যানেলের প্যানেল লিডার হলেন মো. আবুল কালাম। নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন