নারায়ণগঞ্জ জেলার খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল সকালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ডা. আবুল বাসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) হারুন অর রশিদ প্রমুখ।