সিলেটের জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরোপয়েন্ট এলাকায় সাজল মিয়া নামের ওই শ্রমিকের লাশ ভেসে ওঠলে পুলিশ লাশটি উদ্ধার করে।
সাজল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। এর আগে বৃহস্পতিবার পাথর বোঝাই নৌকা ডুবে নিখোঁজ হন পাথর শ্রমিক সাজল মিয়া।
পুলিশ জানায়, রবিবার সকালে জাফলংয় জিরোপয়েন্ট এলাকায় সাজল মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/জামশেদ