বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর বিএনপির ওপর জুলুম-নির্যাতন করেছে। সেই আওয়ামী লীগকে যারা আশ্রয়প্রশ্রয় দেবে, যারা আওয়ামী লীগ পুষবে ও আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ দেবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কোনো ইউনিয়নে মিছিল হলে সেই ইউনিয়নের নেতা-কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদর ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ফরমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।