বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তায় নতুন জীবন ফিরে পাচ্ছে হৃদরোগে আক্রান্ত ৮ বছরের শিশু অত্রি দাশ। গতকাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের টিম শিশুটির চিকিৎসায় মানবিক সহায়তা পৌঁছে দেয়। সহায়তা পেয়ে শিশুটির বাবা নিতাই দাশ বলেন, ‘ধর্মবর্ণনির্বিশেষে এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে মীর হেলাল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই।’
শিশু অত্রি দাশ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। অস্ত্রোপচারের ৮ লাখ টাকার প্রয়োজন ছিল। কিন্তু শিশুটির বাবা দিনমজুর হওয়ায় এ ব্যয় বহন করতে পারছিলেন না। এ খবর জানার পর মানবিক সহায়তায় এগিয়ে আসেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তারেক রহমানের পক্ষে শিশু অত্রির জন্য মানবিক সহায়তা প্রদান করেন।