ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ভাড়ালিয়া এলাকায় মোহাম্মদ হাসান (২৬) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ভোলা ও ঝালকাঠি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আজাদ, সাঈদ হোসেন সানজিদ ও আপন। র্যাব জানায়, ১৩ এপ্রিল সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রেপ্তারদের ছুরিকাঘাতে খুন হন হাসান। এ ঘটনায় নিহতের বাবা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।