নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাসির হোসেন (৪৭) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সিএনজির যাত্রী ছিলেন। রবিবার উপজেলার লোহাগড়া-নড়াইল সড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সোয়া ৪টার দিকে বসুপটি বাসস্ট্যান্ডের সন্নিকটে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। গুরুতর আহত সুমাইয়া খানম (২৮), সাগরি বেগম (৫০) ও মহিদুল ইসলামকে (৩৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ও তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দূর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম