বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপি। রবিবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান হাওলাদার, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা কবির শিকদার, ইউপি সদস্য মনির শিকদার, মহিলা দলের সভানেত্রী চামেলী আক্তারসহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য বাখেন ।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ বলেন, চিংড়াখালীতে যুবদল নেতাকর্মীদের আহতের মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ