বরিশালের বাবুগঞ্জ উপজেলায় লিচু দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে আটকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন। এ ঘটনায় শিশুর মায়ের করা মামলার আসামি হিসেবে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক (৬৫) বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বকশির চর গ্রামের বাসিন্দা। তিনি কথিত আওয়ামী লীগ নেতা বলে ওসি জানিয়েছেন।
অভিযোগের বরাতে ওসি বলেন, শিশু কন্যা বাড়ির পাশের বাগানে আমরুল কুড়াতে যায়। তখন শিশু কন্যাকে লিচু দেয়ার প্রলোভন দিয়ে একই বাড়ির মো. হালিমের ঘরের সিড়িতে নিয়ে যৌন নিপীড়ন করে। রাতে শিশু কন্যা বিষয়টি তার মাকে জানিয়েছে। তার মা স্থানীয়দের কাছে নালিশ দেয়। তখন স্থানীয়রা আবু বক্করকে আটক করে তাদের (পুলিশ) কাছে সোপর্দ করেছে।