রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল বনানীতে অবৈধ অটোরিকশা চালকদের কর্তৃক নিরীহ মোটরসাইকেল চালকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সাধারণ মানুষের সাথে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকার নানা প্রান্ত থেকে আসা বাইকার কমিউনিটির সদস্যসহ চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা। এই কর্মসূচিতে দেশজুড়ে সক্রিয় বাইকার সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সহিংসতা নয়, নিরাপদ সড়ক চাই’, ‘বাইকারদের সম্মান নিশ্চিত করো’, ‘আইনের শাসন চাই’- এই ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। ঢাকার মানিক মিয়া এভিনিউসহ দেশের বিভিন্ন জেলা শহরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একইসাথে গুলশান ডিসি অফিসে বিভিন্ন ক্লাবের একটি প্রতিনিধি দল লিখিত স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে ২১ এপ্রিলের হামলার দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে বাইকারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মোটরসাইকেল চালানো শুধু বাহন ব্যবহার নয়, এটি এখন লাখো তরুণের স্বপ্ন, যাতায়াত এবং জীবিকার মাধ্যম। কর পরিশোধকারী বৈধ বাইকারদের যেন রাস্তায় ভয় বা সহিংসতার শিকার না হতে হয়, এটা তাদের ন্যায্য অধিকার।
এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন দেশের প্রতিটি বাইকার নির্ভয়ে ও নিরাপদে সড়কে চলাচল করতে পারে এবং ভবিষ্যতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে।
বিডি-প্রতিদিন/শআ