গাজীপুরের শ্রীপুরে ইজারাদার ও হকারদের মধ্যে সংঘর্ষ হকার লীগ নেতাদের কমিশন না দেওয়ার ঘটনায় ঘটেছে বলে জানিয়েছেন ইজারাদার। গতকাল মাওনা চৌরাস্তার ইজারাদার কাজল ফকির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি জানান, ‘চলতি বছরে পয়লা বৈশাখ থেকে প্রায় ৬৫ লাখ টাকায় ওই এলাকার ইজারাদার হিসেবে নিযুক্ত হই। শুক্রবার ইজারার টাকা উত্তোলনের সময় হকার লীগের সভাপতি জাহিদ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর পৌরসভার সভাপতি কামাল উদ্দীনের আমার লোকজনের ওপর হামলা চালায়।’ শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।