নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুনা তৈরির কারখানা এবং একটি লোহার ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই তিনটি কারখানায় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা ও পুলিশ প্রশাসনের সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, তিতাসের গ্যাস চুরি করে অবৈধভাবে এসব কারখানায় সংযোগ নিয়ে ব্যবসা করছে একটি চক্র। তাদের বিরুদ্ধে তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/কেএ