সুপরিচিত ও সুঅভিনেত্রী তানিয়া বৃষ্টি। ১৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। করেছিলেন বেশ কিছু চলচ্চিত্রও। তবে এখন নাটক-ওয়েব নিয়েই বেশি ব্যস্ততা তাঁর। এ অভিনেত্রীর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
দিনকাল কেমন যাচ্ছে?
আলহামদুলিল্লাহ! খুবই ভালো যাচ্ছে।
সরাসরি ফোনে পাওয়া যাচ্ছিল না, তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি...
আসলে আমি দেশে নেই। বেশ কিছুদিন ধরে অস্ট্রেলিয়ায় আছি। সময় নিয়ে এসেছি, ঘুরতে।
তাহলে ঈদের কাজের কী খবর?
বেশ কিছু কাজ তো করেছি। এসেও কিছু করব। আর আগের কিছু কাজ করা ছিল, যেগুলো প্রকাশ হয়নি সেগুলো সামনে আসবে।
পার্থর সঙ্গে ‘অন্তরালে প্রেম’ কেমন চলছে?
হাহাহা...আরে এটি একটি নাটক! মুহাম্মদ ইমরান হোসেনের নির্মাণে ‘অন্তরালে প্রেম’। নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলাম পার্থ শেখের সঙ্গে। কোরবানির ঈদের জন্য আবার একসঙ্গে অভিনয় করেছি। নাটকের নাম- ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। আমি দীপা নামের একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সুন্দর একটি প্রেমের গল্প। নতুন যারা অভিনয় করছেন তাদের মধ্যে পার্থ শেখ খুব ভালো করছেন। তার সঙ্গে আগেও একটি নাটকে কাজ করে ভালো সাড়া পেয়েছি। তাই এবারের নাটকটি নিয়েও আমি খুব আশাবাদী। আশা করছি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে নাটকটি।
মাঝে মোশাররফ করিমের সঙ্গে নাটকে বেশি দেখা গেছে...
মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার জুটিটা খুবই ভালো যায়, তাই! আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে আমাকে সব দর্শক এত ভালোভাবে নিয়েছে যে, তাঁর সঙ্গে আমার অনেক কাজ হচ্ছে।
তানিয়ার সঙ্গে জুটি হিসেবে দর্শক কাকে পছন্দ করছেন?
জুটি হিসেবে অনেকের সঙ্গেই তো কাজ করেছি। মোশাররফ ভাই, নিলয়ের সঙ্গে অনেক কাজ হয়েছে। সবার সঙ্গেই কাজ হয়, হয়েছে, হচ্ছে। সামনে আরও হবে।
এ বছর কতগুলো কাজ করা হয়েছে?
অনেক। এত কাজ করেছি যে, নিজেই সংখ্যাটা বলতে পারছি না। আমি আসলে মেশিন হয়ে গেছি। কাজ ছাড়া আমি থাকতে পারি না। আমি যদি দুই দিনের বেশি কাজ ছাড়া থাকি তাহলে সারাদিন আমি বেডের মধ্যে শুয়ে থাকি। আপনারা তো দেখেন, আমি যে কাজগুলো করি সেগুলোর যে কোয়ালিটি নেই বা অনেক কাজ করছি দেখে একটু ফাতরামি বা অন্য ধরনের- এ রকম কিন্তু হচ্ছে না। আমি লাকি যে অনেক ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছি।
নাটকেই কি থিতু হবেন নাকি ফের বড় পর্দায় কাজে ফিরবেন?
আমি আগেও অনেক কাজ করেছি। তবে হ্যাঁ, আমি চাই বড় পর্দায় কাজ করতে। আসলে ওই ঘরানার সঙ্গে যদি বলেন তাহলে বলব কানেকশনটা খুব কম। আমি এদিক দিয়ে খুব বাজে যে কমিউনিকেট করতে পারি না। তবে এখন ভালো কিছু হলে কেন নয়!