বলিউড বাদশা শাহরুখ খান আসছেন নতুন ছবি ‘কিং’ নিয়ে। ছবিতে তাকে দেখা যাবে মেয়ের চরিত্রে সুহানা খানের সঙ্গে। তবে সবচেয়ে বড় চমক, দীপিকা পাড়ুকোন থাকছেন শাহরুখের প্রাক্তন প্রেমিকা এবং সুহানার মায়ের ভূমিকায়।
প্রথমে শোনা গিয়েছিল, ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। তবে পরে ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন ‘পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিতে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ। সবকিছু একসঙ্গে মিশে যাচ্ছে।
সূত্র জানায়, দীপিকার চরিত্রটি ক্যামিও হলেও তা হবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ। শাহরুখ নিজেও মজার ছলে বলেন, "দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।"
আগামী মাস থেকে দীপিকার শুটিং পর্ব শুরু হচ্ছে। এরই মধ্যে সুহানার সঙ্গে তার একাধিক দৃশ্যের মহড়া শেষ হয়েছে।
শাহরুখ ছবির জন্য পুরোনো বাজেট রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছেন। 'কিং'-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ভিন্ন ধাঁচের গল্প উপহার দিতে চলেছেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক