নওগাঁর বদলগাছী উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত রিকশা-ভ্যান চালক ও পথচারী নারী-পুরুষদের মাঝে শরবত পান করানোর আয়োজন করা হয়।
রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চারমাথা মোড়ে আয়োজিত এ কার্যক্রমে প্রায় ৩০০ এর বেশি খেটে খাওয়া ও কর্মজীবী মানুষকে ঠান্ডা শরবত পান করানো হয়।
গত ১০-১২ দিন ধরে চলমান প্রচণ্ড দাবদাহে কর্মজীবী মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বিশেষ করে রিকশা ও ভ্যান চালকরা দীর্ঘ সময় রোদে কাজ করে চরম কষ্টে পড়েন। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয় সকলের মাঝে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান আলী, সহকারী অধ্যক্ষ ছাইদুর রহমান, প্রভাষক মো. মমিনুর রহমান, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল মোমিন, বাসস্ট্যান্ড বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র অধিকারী, শুভসংঘের সেক্রেটারি মো. মোছাদ্দেক হোসেন মূসা এবং কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা মো. এমদাদুল হক দুলু।
বিডি প্রতিদিন/মুসা