ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশি এক যুবককে গুলি হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ রবিবার ভোরে যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তে এঘটনা ঘটে। নিহত ওবাইদুল রহমান(৩০) মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ৩/৪জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে। বিএসএফ’র হাত থেকে অন্যান্য বাংলাদেশিরা পালিয়ে আসলেও ওবাইদুল বিএসএফের হাতে ধরা পড়ে যায়। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী জানান, রাত ১টার দিকে ওপারে গোলগুলির শব্দ শুনে তিনি ওবাইদুলের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখতে পান সবাই কান্নাকাটি করছেন। এতে ধারণা করা হচ্ছে, ওবাইদুলকে গুলি করে হত্যা করা হয়েছে। যাদবপুর ইউনিয়নের মেম্বর বাবুল হোসেন জানান, তিনিও সীমান্তের ওপারে গোলাগুলির সংবাদ শুনেছেন। এ ঘটনার পর থেকেই শোনা যাচ্ছে গোপালপুর গ্রামের ওবাইদুল নিখোঁজ রয়েছেন। ওপারে পড়ে থাকা লাশটি ওবাইদুলের হতে পারে।
বিজিবির যাদবপুর বিওপির কমান্ডার হাবিলদার মফিজুল ইসলাম জানান, লোকমুখে তিনি এমন খবর পেয়ে সীমান্তে খোঁজ খবর নিচ্ছেন। তবে এখনো কোন কেউ তাদের দপ্তরে অভিযোগ করেনি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, রবিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভারতের মধুপর বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে তাকে জানিয়েছে, ভারতের সীমানার মধ্যে ২০০ গজ দূরে একটি লাশ পড়ে আছে। সেটা বাংলাদেশি না ভারতীয়ের বোঝা যাচ্ছে না।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতের অভ্যন্তরে একজনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ এমন তথ্য পেয়ে তিনি ৫৮-বিজিবির অধিনায়ককে ফোনে জানিয়েছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন