জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি)। গতকাল নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- এনসিপির যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন।