টঙ্গীতে একটি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল চেরাগআলী এলাকার যমুনা অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ফটকে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গত মঙ্গলবার কারখানার শৃঙ্খলাভঙ্গ ও ভিতরে ক্ষতি হতে পারে এমন অভিযোগ এনে ১১৪ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেন কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাদের সব পাওনা পরিশোধ করা হয়। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ এড়াতে বুধবার ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। পরে গতকাল সকালে কারখানার অন্যান্য শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ১০টার দিকে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ভিতর কর্মবিরতি এবং মূল ফটকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী এবং থানা ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানা মালিক রাকিব সাজ্জাদ মুঠোফোনে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসনাইল হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও একদল সেনা সদস্য এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কোনো সমাধান ছাড়াই বিকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ছেড়ে চলে যায়।