গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড ধান৮ এর ফসল কর্তণ উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার দুপুরে সদর উপজেলার চরগোবরা গ্রামে অনুষ্ঠিত এ ফসল কর্তণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনা খাতুন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক সহকারী আব্দুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. রোমেল বিশ্বাস, হুমায়ূন কবির বক্তিয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজ কুমার রায়, কৃষক নয়ন মালাকার, সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে কৃষক নয়ন মালাকারের ক্ষেতে উৎপাদিত ব্রি হাইব্রিড ধান৮ কেটে পরিমাপ করে জানানো হয়, হেক্টরে নতুন এ জাতের ধান সাড়ে ১০ টন ফলন দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম