দুর্ঘটনা কমাতে লক্ষ্মীপুরের রায়পুর থেকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত জরাজীর্ণ আঞ্চলিক মহাসড়ক ফোর লেন করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন বুলু প্রমুখ। এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা সড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র পথ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন বেহাল। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে ফোর লেন করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ