বৈশাখের তপ্ত দুপুরে দরিদ্র শিশুদের মাঝে একবেলার খাবার দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের জেলা সদস্যরা। গত শুক্রবার কালের কণ্ঠ ব্যুরো চত্বরে শিশুদের মাঝে এ খাবার তুলে দেওয়া হয়। ছুটির দিনে খাবার পেয়ে আনন্দ প্রকাশ করে শিশুরা।
শিশুরা বলেছে, খাবার পেয়ে তারা খুশি। এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয়নি। বন্ধের দিনটি ভালোই কাটলো। যারা এই আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করছি।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরির সভাপতিত্বে খাবার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কেীশিক দে, বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি কাজী মাহবুব, সৌমেন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক কিংকর মন্ডল, সহ-সম্পাদক মো. সাদিক, সদস্য চন্দন সরকার, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু প্রমুখ।
আয়োজকরা জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময়ই দরিদ্র, হত দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র শিশুদের মধ্যে একবেলা খাবার তুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও আগে খুলনায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। অদূর ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থেকে সুখে-দুঃখে বসুন্ধরা শুভসংঘ কাজ করবে।
বিডি-প্রতিদিন/শআ