ভারতের উচিত পাকিস্তানের সাথে সমস্ত ক্রিকেট সম্পর্ক ছিন্ন করা এবং এমনকি 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' (আইসিসি) এবং এশিয়ান টুর্নামেন্টেও তাদের খেলা বন্ধ করা উচিত। গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীর উপত্যকায় হামলার পর পাকিস্তানের প্রতি এই কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে শনিবার কলকাতায় সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি বলেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করা দরকার। ১০০ শতাংশ দরকার। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
তার অভিমত, এটা কোন মজার বিষয় নয়, যে প্রতি বছর একই জিনিস ঘটতে থাকবে।
জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিসিসিআইর তরফে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে আরজি জানানো হতে পারে যাতে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের সাথে ভারতকে এক গ্রুপে না রাখা হয়। এ ব্যাপারে সৌরভ জানান, বোর্ড চিঠি দিলে খুব ভালো কাজ করবে। কারণ সন্ত্রাসবাদ কখনোই সমর্থনযোগ্য নয়।