চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ থেকে পুলিশের সাথে সংঘর্ষ ও হামলার ঘটনায় হওয়া মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ইব্রাহিম (৪০), মনির আহম্মদ (৫০), মো. রবিন ইসলাম (২৫) ও আরাফাতুল ইসলাম নোমান (২২)।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানের ধারাবাহিকতায় গত বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় রিকশা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। এর প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করেন। এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দিলে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এসময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের। একপর্যায়ে সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় সেদিন পাঁচজন পুলিশ আহত হয়েছিলেন। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গতরাতে অভিযুক্ত চারজনসহ মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ