গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগী বাজার, সৈতালিয়া ও উত্তর পেলাইদ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা বন বিভাগ। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত। এ অভিযানে প্রায় ২০ কোটি টাকা মূল্যের চার একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর অভিযানে তিনটি স্পটে প্রায় ২০ কোটি টাকার চার একর জমি দখলমুক্ত করা হয়েছে। এর আগে বনভূমি উদ্ধারের স্বার্থে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, "বনের চার একর জমি উদ্ধারে সকাল থেকে অভিযান চলছে। অবৈধভাবে বনের জমি দখল করতে দেওয়া হবে না।"
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, "আমাদের প্রতিটি পয়েন্টে ইউনিট তৈরি করা হয়েছে। সেখানে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, বন বিভাগের বিভিন্ন বিভাগের সদস্য উপস্থিত থেকে অভিযান পরিচালনা করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
বিডি প্রতিদিন/আশিক