মানিকগঞ্জ পৌরসভার কুশেরচর খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুরে কুশেরচর ইউনাইটেড ক্লাব ও কুশেরচর এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানিকগঞ্জ পৌরসভার কুশেরচর কালীগঙ্গা নদীর দুইপাড়ে এই মানববন্ধন পালিত হয়। নদীর দুইপারেই রয়েছে স্কুল কলেজ,হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। একটি সেতুর জন্য একই ওয়ার্ড দুইভাগে বিভক্ত। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হন দুপারের হাজার হাজার লোকজন। মাঝেমধ্যেই নৌকাডুবির ঘটনা ঘটে বলে মানব বন্ধনে বক্তারা বলেন। পৌরসভায় বাস করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নদীর দক্ষিণপারের বাসিন্দরা।
কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকউদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, স্থানীয় সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. মুরাদ হোসেন ও কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ