আরব আমিরাতে বাংলাদেশি নারীদের সংগঠন ‘লেডিস ক্লাব ইউএই’ পহেলা বৈশাখ উদযাপন করেছে। গতকাল শনিবার বিকালে শারজায় এক স্থানীয় রেস্টুরেন্টে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ আয়োজনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পেরে এ দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম আনন্দ প্রকাশ করেছে। অনুষ্ঠানে দেখা গেছে নানা বয়সী দর্শনার্থীদের ভিড়। রং ছড়ানো সাজে এসেছে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব মিলে। নারীদের পরনে ছিল সাদা ও লালের মধ্যে নকশা করা শাড়ি। মাথায় ছিল ফুলের টায়রা। উজ্জ্বল পোশাকে ছিল শিশুরা। এ অনুষ্ঠানে এসে মনে হয়েছে, এ যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ।
অনুষ্ঠানের ক্লাবের প্রতিষ্ঠাতা লিজার সভাপতিত্বে লাবন্য আদিলের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, ক্লাবের উপদেষ্টা শরিফা সৈনিক, জেসমিন মাহাবুব, রোমানা আক্তার, ইয়াসমিন ইসলাম মেরুনা, নুসরাত সামী, ফাতিমা আহাদ, সাদিয়া আবছার, নিশাত জাহান নিশু, তানিয়া,আহমেদ, শারমিন রাখী, রোমানা বর্নী, ইষিকা মাযাহার, সাবরিনা তন্বী, ফাহমিদা সুলতানা, নাজমুন বুবলী, তাকিয়া সুলতানা প্রমুখ।
আয়োজকরা প্রবাসের মাটিতে বৈশাখি উৎসব উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতির সঙ্গে পরবর্তী প্রজন্মকে পরিচিত করাও এর উদ্দেশ্য।
বিডি প্রতিদিন/জামশেদ