দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতাল থেকে জীবন রায় নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জীবন রায় (১৮) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার ভৈরব রায়ের ছেলে এবং সে নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
আজ রবিবার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সবার অগোচরে রবিবার সকালে নিজ শয়ন কক্ষে ফাঁস দেয় জীবন রায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ