বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো বৈশাখি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার দিনব্যাপী কুয়ালালামপুর-সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে এ আয়োজন করে ‘বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাটস)।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় মেলায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান।
তিনি মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি কবি পারিসা ইসলাম খান সম্পাদিত ‘প্রবাসের খেরোখাতা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় হাইকমিশনারের সহধর্মিণী পেন্ডোরা চৌধুরীসহ আয়োজক কমিটির সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।
চৌধুরী হাইকমিশনারের সঙ্গে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন বিডিএক্সপ্যাটসের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী তারেক, পাভেল সারওয়ার, তানিয়া ইসলাম ও মেলা কমিটির সদস্য সুমাইয়া জাফরিন।
সকালে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত পর্যন্ত চলা এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।
মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ মেলায় অংশ নেন। হাজারো ও প্রবাসীর অংশগ্রহণে মুখরিত এই মেলায় অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, গান, নাচ, কবিতা আবৃত্তি এবং চিঠি পাঠের মতো সাংস্কৃতিক পরিবেশনা।
বিডি প্রতিদিন/কেএ