চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দারুল আজকা ফয়জিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাম রাব্বি (২২), মো. নুরুল ইসলাম (২৪) ও পেয়ারুল ইসলাম (১৯)। তারা তিনজন ওই মাদ্রাসার শিক্ষক। এরমধ্যে রাব্বির বাড়ি রংপুরের তারাগঞ্জে, নুরুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুরে এবং পেয়ারুল ফটিকছড়ির ভ‚জপুরের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানায়, গত শনিবার (২৬ এপ্রিল) ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সিটি সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত ওই মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার করা হয়। পরে ওই শিক্ষার্থী তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে সোমবার সকালে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম