গাজীপুরে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় ৪টি ট্রাকও জব্দ করা হয়।
রবিবার গাজীপুর সদরে দিবাগত রাত ১২টা থেকে ভোর ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গত কয়েকদিনে ফসলি জমির মাটিকাটার অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মামুনুর রশীদ এসব অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
জানা যায়, গাজীপুর সদরের কোড্ডা ব্রিজ সংলগ্ন এলাকা, বাইমাইল ব্রিজ, কোনাবাড়ি, ইসলামপুর নামা, বাসন, কারখানা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পরিবহন করার সময় হাতেনাতে মোট ১০ জন ও ৪টি ট্রাক আটক করা হয়। এসময় আসামিরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আরাফাত