২৪ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় ভোলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভা শেষে বাস মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার সোহান, বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সম্পাদক ফজলুর রহমান বাচ্চু, বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমানসহ সিএনজি মালিক সমিতির নেতারা এতে উপস্থিত ছিলেন।
সভায় বাস মালিক শ্রমিক এবং সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে আলোচনা শেষে সমঝোতা হয়। পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কিছু আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বাসা শ্রমিক আর সিএনজি চালকদের মধ্যে ভবিষ্যতে আর যাতে সংঘাত সংঘর্ষের ঘটনা না ঘটে এজন্য জেলা প্রশাসক মো. আজাদ জাহান সকলকে ট্রাফিক আইন মেনে চলাসহ বেশ কয়েকটি নির্দেশনা দেন।
এর আগে, গতকাল রবিবার বিকেলে চরফ্যাশনে যাত্রী তোলা নিয়ে বাস শ্রমিক আর সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে ভোলার অভ্যন্তরীণ ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।
বিডি প্রতিদিন/কেএ