লন্ডনে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনে হামলার জন্য ভারত দায়ী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পেহেলগাঁওকাণ্ডের জেরে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশের চরম উত্তেজনার মধ্যেই রবিবার তিনি এমন মন্তব্য করেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিক্ষোভকারীদের একটি দল লন্ডনে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশন ভাঙচুর করেছে। ভবনের বাইরের দিকে গেরুয়া রঙ লাগিয়ে দেওয়া হয়েছে এবং জানালা ভেঙে ফেলা হয়েছে। এতে বলা হয়েছে, শত শত ভারতীয় বিক্ষোভকারী পাকিস্তানি মিশনের বাইরে জড়ো হয়েছিল এবং হামলায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পেহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানি হাইকমিশনে হামলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ অভিযোগ করেন, ভারত তাদের ‘চরমপন্থী আদর্শ’ ব্যবহার করে পাকিস্তানের বিদেশি মিশনে আক্রমণ করার জন্য জনগণকে উৎসাহিত করছে।
তিনি বলেন, লন্ডনে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের হাইকমিশনে দু’বার আক্রমণ করা হয়েছে এবং পাথর ছোঁড়া হয়েছে। যারা দায়ী তাদের বিভিন্ন ভারতীয় সংস্থা এবং ভারত সরকার পৃষ্ঠপোষকতা করছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। তিনি উল্লেখ করেছেন যে, এই ঘটনা ‘ভারতের রাষ্ট্রীয় মানসিকতার’ ফসল।
তিনি কানাডায় শিখ নেতাদের হত্যার কথা উল্লেখ করে বলেন, আপনি যদি কানাডা এবং যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে মানুষ হত্যা করতে পারেন তাহলে কয়েকটি বিদেশি মিশনে আক্রমণ করা থেকে আপনাকে কেউই থামাতে পারবে না। এর আগে কানাডায় এক শিখ নেতাকে হত্যার ঘটনায় ভারতের দিকে অভিযোগ ওঠে। ওই সংবাদ সম্মেলনে পেহেলগাঁওয়ে হামলার ঘটনা ভারতের দুর্বলতার কারণে হয়েছে বলে উল্লেখ করেন আতাউল্লাহ তারার।
ভারত শুরু থেকেই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে কী বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? আপনাদের কাছে কি এমন কোনও যুক্তি আছে যার মাধ্যমে এটা প্রমাণিত হয়? সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন
বিডি প্রতিদিন/একেএ