গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুর মেট্রো থানা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, এডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, এমদাদ খান প্রমুখ।
গাজীপুর মহানগরের পুবাইল মেট্রো থানা বিএনপি’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলন।
এছাড়া বাদ আসর সিটি করপোরেশনের সালনায় অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল