চাঁদাবাজি, মাটিকাটাসহ অপরাধের আধিপত্য বিস্তার বিরোধের জের ধরে চট্টগ্রামের রাউজানে সিরিজ খুন হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহবাক গোলাম আকবর খোন্দকার। শনিবার সকালে নগরীর নাসিমন ভবনের লীয় কার্যালয়ে সংবা সম্মেলনে এমন দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে গোলাম আকবর খোন্দকার বলেন, ৫ আগস্ট ক্ষমতার পট পরির্বতনের পরে রাউজানে হত্যা শুরু হয়েছে। এ হত্যার মূল কারণ হচ্ছে মাটিকাটা, খালের বৈধ-অবৈধ বালুমহল খল, খলের দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, সরকারের বিভিন্ন প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের থেকে কমিশন বাণিজ্য। বিভিন্ন অপকর্মে জড়িত সন্ত্রাসীরাই এ হত্যাগুলো করে আসছে। এ হত্যাগুলোর সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক কোনো নেতার দ্বন্দ্বে এগুলো হয় নাই। মূলত ১৯৮৫ সালের পর থেকে ফারুক হত্যার মাধ্যমে হত্যার ঘটনা শুরু হয় রাউজানে। এ পর্যন্ত শতাধিক ছাত্র যুবককে প্রাণ দিতে হয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব হত্যায় যুক্ত ছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হালিম, নুর মোহাম্মদ, অধ্যাপক মোহাম্মদ ইউনুস চৌধুরী, কাজী সালাউদ্দিন, মো. নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ