দিনাজপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আনিসা আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির বাবা শিক্ষক আবু হাসনাত ডনকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউপর গাবুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসা আক্তার (১০), চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের কলেজ শিক্ষক আবু হাসনাত ডন এর মেয়ে। আনিসা আক্তার চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।তার বাবা একটি কলেজের শিক্ষক এবং চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্ধা।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদরের শেখপুরা ইউপির ১নং ওয়ার্ড গাবুরা বাজার (ব্রিজের পশ্চিম পাশে) মোঃ আবু হাসনাত তার মোটরসাইকেলে মেয়ে আনিসা আক্তার (১০)কে নিয়ে মোটরসাইকেল যোগে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি ট্রাক দিনাজপুর শহর হইতে চিরিরবন্দরের দিকে যাচ্ছিল। দিনাজপুর-চিরিরবন্দর সড়কের শেখপুরা ইউপির গাবুরা বাজার ব্রিজের পশ্চিম পাশে যাওয়ার পথে বিপরীত দিক হতে ছুটে আসা ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজনের সহযোগিতায় ভিকটিমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম