সিলেটের বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে ফেরার পথে, এক ইউপি চেয়ারম্যানের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় বিশ্বনাথ পৌর শহরের উপজেলা পরিষদ গেইটের সম্মুখে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর এ হামলার ঘটনা ঘটে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
জানা গেছে, ঘটনার দিন দুুপুরে উপজেলা পরিষদের কন্সফারেন্স হলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছিলো। সভা শেষে ফেরার পথে পরিষদের গেইটের সম্মুখে তার উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। হামলায় আঘাতপ্রাপ্তও হন তিনি। এসময় স্থানীয় লোকজন ছুটে এলে তাৎক্ষণিক সটকে পড়ে হামলাকারীরা। তবে, তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।
হামলার শিকার ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, সভা শেষে আসার পথে আমি হামলার শিকার হই। হামলাকারীরা আমার মুঠোফোন নিয়ে যায়। তাদের আমি চিনতে পারিনি। হামলার কারণও আমি অবগত নই। ধারণা করছি, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে এই হামলা হতে পারে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, তিনি মৌখিক ভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল