ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনায় ইরান জানিয়েছে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের আছে। সেই সাথে যুক্তরাষ্ট্রের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা কার্যকরভাবে অপসারণের দাবিও তুলেছে তেহরান।
আজ সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ইরানের দেয়া রেড লাইন (চূড়ান্ত সীমা) তেহরানের আলোচনার অবস্থানের কেন্দ্রবিন্দু। সর্বোচ্চ গুরুত্বের সাথে এই অবস্থান অনুসরণ করা হবে।
বাঘাই বলেছেন, যেকোনো আলোচনার বিস্তারিত উভয় পক্ষের সম্মতিতেই একটি কাঠামোর মধ্যে হওয়া উচিত। দেশের মূল নীতিগুলিকে সম্মান না করা পর্যন্ত নির্দিষ্ট বিষয়ে কোনও চুক্তি চূড়ান্ত করা হবে না।
দুই পক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ওমানের মধ্যস্থতায় তিন দফা আলোচনা করেছে।
ইরানি কর্মকর্তারা বলেছেন, অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম একটি সার্বভৌম অধিকার। এর সাথে কোনো আপস নয়।
সম্প্রতি ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি এই অবস্থানের ওপর জোর দিয়েছেন। মজলিসের (ইরানের পার্লামেন্ট) সামনে পুনরায় তিনি নিশ্চিত করেছিলেন, শূন্য সমৃদ্ধকরণ, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং এর আঞ্চলিক প্রভাব আলোচনাযোগ্য নয়।
যদিও ইসরায়েল বলছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। না হয় তেহরান যেকোনো সময় পরমাণু বোমা বানানোর পথে হাঁটতে পারে। তবে আমেরিকা এ বিষয়ে অনেকটা নমনীয়। শোনা যাচ্ছে শান্তিপূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তেহরানকে ছাড় দিতে রাজি আছে ওয়াশিংটন।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল