চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে হাটহাজারী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে যুক্ত থাকার অভিযোগে অন্তু ঘোষ লিংকন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্তু চান্দগাঁও এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, উত্তর চান্দগাঁও থানা এলাকা থেকে এক কিশোরী অপহরণের অভিযোগ পেয়ে তথ্য যাচাইয়ের পর হাটহাজারী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয় এবং অপহরণের অভিযোগে অন্তু ঘোষ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম