ফেনীতে একটি মেছোবাঘ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত বিটের সংরক্ষিত বনে মেছোবাঘটি অবমুক্ত করেন জেলা বন বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, সকালে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মালয়েশিয়ান মার্কেটের পাশে জাহাঙ্গীর আলমের বাড়িতে একটি মেছোবাঘ দেখে স্থানীয়রা আটক করে। পরবর্তী সময়ে ফেনী সদর উপজেলা বন বিভাগের কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের সহযোগিতায় এটিকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরশুরাম উপজেলার বিলোনিয়া বিটের সংরক্ষিত বনে মেছোবাঘটি অবমুক্ত করা হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, মেছোবাঘটি বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।